এসআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম

আজকে আমাদের আলোচনার বিষয়-এসআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম

এসআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম SI Engine Fuel System

 এসআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম (SI Engine Fuel System)

যে সিস্টেমের সাহায্যে পেট্রোল ইঞ্জিনে (SI Engine)জ্বালানিকে ট্যাংক থেকে ইঞ্জিন সিলিন্ডারে পাঠানো হয় তাকে এসআই ইঞ্জিন- ফুয়েল সিস্টেম (SI Engine Fuel System) বলে। এসআই ইঞ্জিন ফুয়েল -সিস্টেমের প্রবাহ চিত্র (Flow Diagran of SI. Engine Fuel System): পেট্রোল বা এসআই ইঞ্জিন ফুয়েল সিস্টেমের একটি পূর্ণাঙ্গ ক্রস সেকশনাল চিত্র অঙ্কন করে দেখানো হলো । প্রত্যেকটি যন্ত্রাংশের সম্মিলিত কার্যক্রমেই এসআই ইঞ্জিন ফুয়েল সিস্টেমের পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন করতে সাহায্য করে যা এ প্রবাহ চিত্রে দেখানো হয়েছে।

 

এসআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম

 

এসআই ইঞ্জিন ফুয়েল -সিস্টেমের যন্ত্রাংশসমূহ নিচে উল্লেখ করা হলো :

ক) ফুয়েল ট্যাংক

খ) এসি পাম্প

গ) ফুয়েল ফিল্টার

ঘ) কার্বুরেটর

ঙ) ইনটেক ম্যানিফোল্ড

চ) এয়ার ক্লিনার

ছ) ঢোক ও প্রোটন ভাল্ব

এসআই ফুয়েল সিস্টেমের সম্ভাব্য ত্রুটি ও প্রতিকার (Possible Trouble and their remand S I Fuel System) :

এসআই ফুয়েল সিস্টেম একাধিক যন্ত্রাংশ ও এগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্র বা উপাদানসমুহের সূক্ষ্ম সূক্ষ্ম কাজের সমন্বয়ে কাজ করে থাকে। স্বাভাবিকভাবে এ সিস্টেমের মুখ্য যে সব ত্রুটি দেখা যায় তার কারণ ও প্রতিকার সহ একটি তালিকা নিচে প্রদান করা হলো।

এ ক্ষেত্রে কারণসমূহ বিবেচনার জন্য মনে করতে হবে ফুয়েল সিস্টেম ব্যতিরেকে গাড়ির অন্য সিস্টেমসমূহ স্বাভাবিকভাবেই কাজ করছে।

এসআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম

এসআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম

 

প্রশ্নমালা-২১

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। পেট্রোল ইঞ্জিনকে কী বলা হয়?

২। এসআই ইঞ্জিনের অর্থ কি?

৩। এসআই ইঞ্জিনের পূর্ণাঙ্গ- কার্যক্রম কীভাবে সংঘটিত হয়?

৪। এসআই ফুয়েল সিস্টেমের দুইটি যন্ত্রাংশের নাম লেখ ।

৫। এসআই ফুয়েল সিস্টেমের দুইটি ত্রুটির নাম লেখ ।

৬। ইঞ্জিন ক্র্যাংকিং হচ্ছে কিন্তু চালু হচ্ছে না- এরূপ ত্রুটির ২টি কারণ দেখাও ।

৭। ইঞ্জিন ক্র্যাংকিং হচ্ছে কিন্তু চালু হচ্ছেন এরূপ ২টি প্রতিকার দেখাও।

৮। এসি পাম্প ফুয়েল শোষণ ও সরবরাহ করে না- এরূপ ত্রুটির ২টি কারণ লেখ

৯। এসি পাম্প ফুয়েল শোষণ ও সরবরাহ করে না- এরূপ ত্রুটির ২টি প্রতিকার লেখ।

১০। এসআই ফুয়েল সিস্টেম কীভাবে কাজ করে থাকে?

সংক্ষিপ্ত প্রশ্ন

১। এসআই ইঞ্জিন বলতে কি বোঝায়?

২। এসআই ইঞ্জিনের যন্ত্রাংশসমূহের তালিকা উল্লেখ কর ।

৩। এসআই ইঞ্জিনে কী কী ত্রুটি সংঘটিত হয়।

৪। ইঞ্জিন ক্র্যাংকিং হচ্ছে কিন্তু চালু হচ্ছে না এরূপ ত্রুটির কারণ কী?

৫। ইঞ্জিন ক্র্যাংকিং হচ্ছে কিন্তু চালু হচ্ছে না এরূপ ত্রুটির প্রতিকার কী?

৬। এসি পাম্প ফুয়েল শোষণ ও সরবরাহ করে না এরূপ ত্রুটির কারণ কী?

৭। এসি পাম্প ফুয়েল শোষণ ও সরবরাহ করে না এরূপ ত্রুটির প্রতিকার কী?

৮। ইঞ্জিন ঠাণ্ডা অবস্থায় চালু হতে বিঘ্নতা সৃষ্টি করা বা বিলম্বিত হওয়া এরূপ ত্রুটির কারণ কী?

৯। ইঞ্জিন ঠাণ্ডা অবস্থায় চালু হতে বিঘ্নতা সৃষ্টি করা বা বিলম্বিত হওয়া- এরূপ ত্রুটির প্রতিকার কী?

১০। অপর্যাপ্ত জ্বালানি সরবরাহ বা কম চাপে জ্বালানি সরবরাহ এরূপ ত্রুটির কারণ কী?

রচনামূলক প্রশ্ন :

১। একটি এসআই ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের প্রবাহ চিত্র দেখাও।

২। এসআই ফুয়েল সিস্টেমে ইঞ্জিন ক্রাংকিং হচ্ছে অথচ চালু হচ্ছে না- এরূপ ত্রুটির কারণ ও তার প্রতিকার দেখ।

৩। এসি পাম্প ফুয়েল শোষণ ও সরবরাহ করে না এরূপ ত্রুটির কারণ ও তার প্রতিকার লেখ।

৪। ইঞ্জিন ঠাণ্ডা অবস্থায় চালু হতে বিঘ্নতা সৃষ্টি করা বা বিলম্বিত হওয়া এরূপ ত্রুটির কারণ ও তারপ্রতিকার লেখ।

৫। অপর্যাপ্ত জ্বালানি সরবরাহ বা কম চাপে জ্বালানি সরবরাহ এরূপ ত্রুটির কারণ ও তার প্রতিকার লেখ।

৬। ফ্লোট ওভার ফ্লো হওয়া এবং জ্বালানি উপচে পড়া এরূপ ত্রুটির কারণ ও তার প্রতিকার লেখ।

৭। ইঞ্জিন চালু অবস্থায় মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন- এরূপ ত্রুটির কারণ ও তার প্রতিকার লেখ।

আরও দেখুন :

Leave a Comment