আজকে আমাদের আলোচনার বিষয়-ইঞ্জিনের এগজস্ট সিস্টেম
ইঞ্জিনের এগজস্ট সিস্টেম Exhaust System of Engine
এগজস্ট সিস্টেমের যন্ত্রাংশসমূহ (Different parts of Exhaust System)
যেমনি ইঞ্জিনের একাধারে শক্তি উৎপাদনের জন্য অব্যাহতভাবে ইঞ্জিন অভ্যন্তরে জ্বালানি সরবরাহের প্রয়োজন আছে, তেমনি এ জ্বালানি পোড়ার পর, গোড়া গ্যাস নিষ্কাশনেরও দরকার হয়। এগজস্ট সিস্টেম এ পোড়া গ্যাসকে ইঞ্জিন সিলিন্ডার থেকে যানবাহনের পিছনের দিকে বাতাসে ছড়িয়ে দেয়। প্রত্যেক ইঞ্জিনে বা মোটর গাড়িতে এগজস্ট সিস্টেম রয়েছে। এ সিস্টেমের মুখ্য যে সকল যন্ত্রাংশ থাকে নিম্নে সেগুলোর নাম প্রদত্ত হলো এবং পাশে একটি মোটরগাড়ির চিত্রে তা দেখানো হলো :
(১) এগজস্ট ম্যানিফোল্ড (Exhaust Manifold)
(২) সাইলেন্সার পাইপ (সম্মুখ ভাগ (Silience pipe front portion)
(৩) সাইলেন্সার (Silencer)
(৪) সাইলেন্সার পাইপ (পশ্চাৎ ভাগ) (Silencer Pipe Rear portion)
সাইলেন্সার বক্সের প্রয়োজনীয়তা (Necessity of Silencer Box)
উচ্চ তাপ ও চাপে কাজ করার উপযোগী করেই এগজস্ট সিস্টেমের যন্ত্রাংশগুলো তৈরি করা হয়ে থাকলেও শব্দ প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়ে থাকে সাইলেন্সার পাশে একটি সাইলেন্সার বক্সের শব্দ রোধনকল্পে প্রবাহ দেখানো হলো।
সাইলেন্সার সিস্টেমের এডাল্ট পাইপের সম্মুখ অংশ পশ্চাৎ অংশের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। এ গ্যাস বাহির হওয়ার পথে এতে কতকগুলো প্রতিবন্ধকতা স্থাপন করা হয়ে থাকে। এ প্রতিবন্ধকতা পার হতে দিয়ে এগজস্ট গ্যাসকে নির্গমন পথে বারবার দিক পরিবর্তন করতে হয়।
ফলে এর চাপমাত্রা বারবার ও বাধা অতিক্রম করতে গিয়ে কমতে থাকে। সর্বশেষ প্রায় বায়ুমণ্ডল চাপ বন্ধে সামান্য অধিক চাপে এটি টেইল পাইপ দিয়ে প্রায় নিঃশব্দেই বের হয়ে যায়। সুতরাং এগজস্ট গ্যাসের নির্গমন পথে এগজস্ট গ্যাস, সাইলেন্সার বক্সে প্রসারিত ও দিক পরিবর্তন পূর্বক নিগর্মন চাপ কমিয়ে, শব্দ উৎপাদন প্রতিরোধ করে থাকে ।
সাইলেন্সার বক্সের এগজস্ট গ্যাসের প্রবাহ চিত্র(Flow diagram of exhuast gas in Silencer Box)
২০.৩ নং চিত্রে যথাক্রমে বহুল ব্যবহৃত ৰাফেল টাইপ সাইলেন্সার বক্সের অ্যাগজস্ট গ্যাসের প্রবাহ দেখানো হলো। এতে সহজেই এগজস্ট গ্যাসের দিক পরিবর্তনের ফলে শব্দ প্রতিরোধ প্রক্রিয়া অনুধাবন করতে পারা যায়।
২০.৪ এগজস্ট গ্যাস প্রবাহের প্রতিবন্ধকতা
এগজস্ট সিস্টেম দিয়ে এগজস্ট গ্যাস সুষ্ঠুভাবে নির্গমনের উপর ইঞ্জিনের নির্বিঘ্নে চলা নির্ভর করে। এ এগজস্ট গ্যাসের প্রবাহ কোনো মাত্রাতিরিক্ত প্রতিবন্ধকতার জন্য বন্ধ হয়ে গেলে ইঞ্জিনও বন্ধ হয়ে যাবে ।
ক) ধুলোবালি বা ময়লাজনিত প্রতিবন্ধকতা মাত্রাতিরিক্ত ধুলাবালি বা ময়লা দ্বারা যদি সাইলেন্সার পাইপ আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে ইঞ্জিনের উল্লিখিত সমস্যাসমূহ দেখা দিতে পারে।
খ) পানি প্রবেশ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যেহেতু সাইলেন্সার পাইপ ও বক্সে যথেষ্ট বাঁক রয়েছে, সুতরাং ইঞ্জিন বন্ধ অবস্থায় যদি কোনো গাড়ির সাইলেন্সার পাইপ পানিতে ডুবে যায়, তখন পানি প্রবেশ করে ঐ সকল বাঁকে পানি অবস্থান করে। এ সকল পানি পরে ইঞ্জিনকে চালু করতে শুধু বিঘ্নতাই সৃষ্টি করে না, উপরক্ত উপরে উল্লেখিত ইঞ্জিনের সমস্যাসমূহ দেখা দেয়।
গ) বাঁকে বন্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অনেক ক্ষেত্রে সাইলেন্সার পাইপের অগ্র বা পশ্চাৎভাগে যে কোনো অংশ ট্যাপ খেয়ে অথবা মাত্রাতিরিক্ত বেঁকে গিয়ে এগজস্ট গ্যাস নিগর্মন বন্ধ করে দিতে পারে। এতে ইঞ্জিনের উপরে উল্লিখিত এক বা একাধিক সমস্যা দেখা দিতে পারে। উপর্যুক্ত প্রতিবন্ধকতাসমূহের জন্য এগজস্ট গ্যাস অগ্রসরে প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, আর এ প্রতিবন্ধকতা ইঞ্জিনের নিম্নের ক্ষতিগুলো করতে পারে-
১। পিস্টনের উপর ব্যাক প্রেসার সৃষ্টি করা।
২। ইঞ্জিনের শক্তি হ্রাস পাওয়া বা কমশক্তি উৎপাদন করা।
৩। ব্যাক প্রেসার বৃদ্ধি পাওয়া।
৪। সর্বোপরি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া ও পুনরায় স্টার্ট না নেওয়া।
প্রশ্নমালা-২০
অতিসংক্ষিপ্ত প্রশ্ন :
১। এগজস্ট সিস্টেমের প্রধান কাজ কী?
২। ইঞ্জিনের মাত্রাতিরিক্ত শব্দ কে কমায়?
৩। এগজস্ট সিস্টেমের প্রধান সুবিধা কী?
৪। সাইলেন্সার বক্স কেন ব্যবহৃত হয়?
৫। সাইলেন্সারের অবস্থান কোথায়?
৬। এগজস্ট গ্যাসকে কেন বার বার দিক পরিবর্তন করতে হয়?
৭। এগজস্ট গ্যাস অগ্রসরে চাপমাত্রা কীরূপ কমানো হয়?
৮। এগজস্ট সিস্টেম কীরূপে শব্দ প্রতিরোধ করে।
৯। এগজস্ট গ্যাসের প্রবাহ বন্ধ হলে ইঞ্জিনের উপর কী প্রভাব পড়ে?
১০। পানি কীরূপে এগজস্ট গ্যাসের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে?
সংক্ষিপ্ত প্রশ্ন :
১। এগজস্ট সিস্টেম বলতে কী বুঝায়?
২। এগজস্ট সিস্টেমের প্রধান প্রধান অংশগুলোর নাম লেখ ।
৩। এগজস্ট সিস্টেমের যন্ত্রাংশগুলো কী উপযোগী করে তৈরি করা হয়।
৪। সাইলেন্সার বক্স-এর প্রয়োজনীয়তা কী?
৫। এগজস্ট গ্যাস সাইলেন্সার পাইপ দিয়ে কীরূপে বের হয়?
৬। বহুল ব্যবহৃত কয়টি সাইলেন্সার বক্সের নাম লেখ।
৭। এগজস্ট গ্যাস এগজস্ট সিস্টেম দিয়ে নির্বিঘ্নে বের হওয়ার উপর ইঞ্জিনের সুষ্ঠু চলা নির্ভর করে? মতামতসহ যুক্তি দেখাও ।
৮। এগজস্ট গ্যাস প্রবাহে প্রতিবন্ধকতা ইঞ্জিনের কী কী ক্ষতির কারণ হতে পারে?
৯। এগজস্ট গ্যাস প্রবাহে প্রতিবন্ধকতাগুলো কী কী?
১০। ধুলাবালি বা ময়লাজনিত প্রতিবন্ধকতা কী ?
রচনামূলক প্রশ্ন
১। এগজস্ট সিস্টেমের যন্ত্রাংশসমূহের নাম চিত্রসহ উল্লেখ কর।
২। সাইলেন্সার বক্সের প্রয়োজনীয়তা দেখাও।
৩। সাইলেন্সার বক্সে এগজস্ট গ্যাসের প্রবাহ চিত্র অঙ্কন কর।
৪। বিভিন্ন ধরনের সাইলেন্সার বক্স সম্পর্কে সংক্ষেপে আলোকপাত কর।
৫। এগজস্ট গ্যাসের প্রতিবন্ধকতা সম্পর্কে যা জানো লেখ।
আরও দেখুন :