অটোমোটিভ ১ এসএসসি ও দাখিল, ভোকেশনাল, বাবাশিবো সূচি

অটোমোটিভ ১ এসএসসি ও দাখিল, ভোকেশনাল, বাবাশিবো সূচি

বইটি ডাউনলোড করতে চাইলে: BTEB-SSC-Dakhil-Voc-Automotive 1 Book PDF Download

 

অটোমোটিভ ১ এসএসসি ও দাখিল, ভোকেশনাল, বাবাশিবো সূচি

 

অটোমোটিভ ১ এসএসসি ও দাখিল, ভোকেশনাল, বাবাশিবো সূচি

শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চশিক্ষার পথ সুগম হবে। ফলে রূপকল্প- ২০২১ অনুযায়ী জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রশিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা উজ্জীবিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৯ শিক্ষাবর্ষ হতে সকলস্তরের পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোমলমতি শিক্ষার্থীদের আরও আগ্রহী, কৌতূহলী ও মনোযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক স্তর থেকে শুরু করে ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরের পাঠ্যপুস্তকসমূহ চার রঙে উন্নীত করে আকর্ষণীয়, টেকসই ও বিনামূল্যে বিতরণ করার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে; যা একটি ব্যতিক্রমী প্রয়াস।

 

অটোমোটিভ ১ এসএসসি ও দাখিল, ভোকেশনাল, বাবাশিবো সূচি

 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রচিত ভোকেশনাল স্তরের ট্রেড পাঠ্যপুস্তকসমূহ সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০১৭ শিক্ষাবর্ষ থেকে সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণের দায়িত্ব গ্রহণ করে। উন্নতমানের কাগজ ও চার রঙের প্রচ্ছদ ব্যবহার করে পাঠ্যপুস্তকটি প্রকাশ করা হলো ।

বানানের ক্ষেত্রে সমতা বিধানের জন্য অনুসৃত হয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানান রীতি। ২০১৮ সালে পাঠ্যপুস্তকটির তত্ত্ব ও তথ্যগত পরিমার্জন এবং চিত্র সংযোজন, বিয়োজন করে সংস্করণ করা হয়েছে। পাঠ্যপুস্তকটির আরও উন্নয়নের জন্য যে কোনো গঠনমূলক ও যুক্তিসংগত পরামর্শ গুরুত্বের সাথে বিবেচিত হবে। শিক্ষার্থীদের হাতে সময়মত বই পৌঁছে দেওয়ার জন্য মুদ্রণের কাজ দ্রুত করতে গিয়ে কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে যেতে পারে।

পরবর্তী সংস্করণে বইটি আরও সুন্দর, প্রাঞ্জল ও ত্রুটিমুক্ত করার চেষ্টা করা হবে। যাঁরা বইটি রচনা, সম্পাদনা, প্রকাশনার কাজে আন্তরিকভাবে মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাঁদের জানাই আন্তরিক ধন্যবাদ । পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পাঠ করবে এবং তাদের মেধা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করি ।

অটোমোটিভ ১ এর সূচিপত্র

 

google news logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্ৰথম পত্ৰ

অধ্যায়

শিরোনাম

প্রথমঅটোমোটিভ ট্রেড
দ্বিতীয়অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা
তৃতীয়অটোমোটিভ সেক্টরের ব্যবহৃত টুলস্ অ্যান্ড ইন্সট্রুমেন্টস
চতুর্থহ্যাক সয়িং পদ্ধতি
পঞ্চমচিপিং পদ্ধতি
ষষ্ঠফাইলিং প্রক্রিয়া
সপ্তমধাতব শিটের সিমিং পদ্ধতি
অষ্টমসোল্ডারিং প্রক্রিয়া
নবমড্রিলিং পদ্ধতি
দশমরিভেটিং
একাদশবিভিন্ন প্রকার যন্ত্রাংশের ধাতুর পরিচিতি
দ্বাদশঅটোমোটিভ ক্ষেত্রে নাট, বোল্ট ও স্ক্রু-এর ব্যবহার
ত্রয়োদশফ্র্যাপিং পদ্ধতি
চতুর্দশইঞ্জিন গ্যাসকেট
পঞ্চদশইঞ্জিন বিয়ারিংয়ের ব্যবহার
ষড়দশঅটোমোবাইলের (গাড়ির) বিভিন্ন অংশসমূহ
সপ্তদশইঞ্জিন ও ইঞ্জিনের শ্রেণিবিভাগ
অষ্টদশইঞ্জিনের যন্ত্রাংশ
ঊনবিংশইঞ্জিনের কার্যপ্রণালি
বিংশইঞ্জিনের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত তথ্যসমূহ
একবিংশইঞ্জিনের দহন প্রক্রিয়া
দ্বাবিংশবেসিক ইলেকট্রিসিটি
ত্রয়োবিংশঅটোমোবাইল লুব্রিকেশন
চতুর্বিংশইলেকট্রোলাইটের ব্যবহার
পঞ্চবিংশস্টোরেজ ব্যাটারি
ষড়বিংশঅটোমোবাইলের রক্ষণাবেক্ষণ
সপ্তবিংশই.এফ.আই ইঞ্জিন
অষ্টবিংশবিদ্যুতচালিত যানবাহন
ব্যবহারিক

 

 

অটোমোটিভ ১ এসএসসি ও দাখিল, ভোকেশনাল, বাবাশিবো সূচি

 

দ্বিতীয় পত্ৰ

 

অধ্যায়

শিরোনাম

প্রথমঅটোমোটিভ এর ওয়েল্ডিং
দ্বিতীয়গ্যাস ওয়েল্ডিং
তৃতীয়অটোমোটিভ এর ব্ৰেজিং
চতুর্থফ্রন্ট এন্ড বা স্টিয়ারিং জিওমেট্রি
পঞ্চমস্পার্ক প্লাগ
ষষ্ঠঅটোমোটিভ বিদ্যুৎ ব্যবস্থা
সপ্তমইগনিশন সিস্টেম
অষ্টমইগনিশন কয়েল
নবমডিস্ট্রিবিউটরের কার্যপদ্ধতি
দশমইগনিশন টাইমিং
একাদশক্র্যাংকিং মোটর/সেলফ স্টার্টার
দ্বাদশঅটোমোটিভ এর জেনারেটর
ত্রয়োদশজেনারেটরের আউটপুট কন্ট্রোল
চতুর্দশএসি ফুয়েল পাম্প
পঞ্চদশঅটোমোটিভ এর কার্বুরেটর
ষড়দশঅটোমোটিভ এর কারবুরেশন
সপ্তদশকার্বুরেটর সার্কিটস্
অষ্টদশইঞ্জিন এয়ার ইনটেক সিস্টেম
ঊনবিংশইঞ্জিন দহন ক্রিয়া
বিংশইঞ্জিনের এগজস্ট সিস্টেম
একবিংশএসআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম
দ্বাবিংশহাই প্রেসার ফুয়েল পাম্প
ত্রয়োবিংশগভর্নরের কার্যপ্রণালি
চতুর্বিংশডিপিএ পাম্প
পঞ্চবিংশইনজেকটর বা অ্যাটোমাইজার
ষড়বিংশটিউব ফ্ল্যায়ারিং পদ্ধতি
সপ্তবিংশএসি (এয়ারকন্ডিশন) পদ্ধতি
অষ্টবিংশমোটর বাইক
ব্যবহারিক

আরও দেখুনঃ

2 thoughts on “অটোমোটিভ ১ এসএসসি ও দাখিল, ভোকেশনাল, বাবাশিবো সূচি”

Leave a Comment