অটোমোটিভ ১ এসএসসি ও দাখিল, ভোকেশনাল, বাবাশিবো সূচি
বইটি ডাউনলোড করতে চাইলে: BTEB-SSC-Dakhil-Voc-Automotive 1 Book PDF Download
অটোমোটিভ ১ এসএসসি ও দাখিল, ভোকেশনাল, বাবাশিবো সূচি
শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চশিক্ষার পথ সুগম হবে। ফলে রূপকল্প- ২০২১ অনুযায়ী জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রশিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা উজ্জীবিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৯ শিক্ষাবর্ষ হতে সকলস্তরের পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোমলমতি শিক্ষার্থীদের আরও আগ্রহী, কৌতূহলী ও মনোযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক স্তর থেকে শুরু করে ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরের পাঠ্যপুস্তকসমূহ চার রঙে উন্নীত করে আকর্ষণীয়, টেকসই ও বিনামূল্যে বিতরণ করার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে; যা একটি ব্যতিক্রমী প্রয়াস।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রচিত ভোকেশনাল স্তরের ট্রেড পাঠ্যপুস্তকসমূহ সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০১৭ শিক্ষাবর্ষ থেকে সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণের দায়িত্ব গ্রহণ করে। উন্নতমানের কাগজ ও চার রঙের প্রচ্ছদ ব্যবহার করে পাঠ্যপুস্তকটি প্রকাশ করা হলো ।
বানানের ক্ষেত্রে সমতা বিধানের জন্য অনুসৃত হয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানান রীতি। ২০১৮ সালে পাঠ্যপুস্তকটির তত্ত্ব ও তথ্যগত পরিমার্জন এবং চিত্র সংযোজন, বিয়োজন করে সংস্করণ করা হয়েছে। পাঠ্যপুস্তকটির আরও উন্নয়নের জন্য যে কোনো গঠনমূলক ও যুক্তিসংগত পরামর্শ গুরুত্বের সাথে বিবেচিত হবে। শিক্ষার্থীদের হাতে সময়মত বই পৌঁছে দেওয়ার জন্য মুদ্রণের কাজ দ্রুত করতে গিয়ে কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে যেতে পারে।
পরবর্তী সংস্করণে বইটি আরও সুন্দর, প্রাঞ্জল ও ত্রুটিমুক্ত করার চেষ্টা করা হবে। যাঁরা বইটি রচনা, সম্পাদনা, প্রকাশনার কাজে আন্তরিকভাবে মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাঁদের জানাই আন্তরিক ধন্যবাদ । পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পাঠ করবে এবং তাদের মেধা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করি ।
অটোমোটিভ ১ এর সূচিপত্র
প্ৰথম পত্ৰ
অধ্যায় | শিরোনাম |
প্রথম | অটোমোটিভ ট্রেড |
দ্বিতীয় | অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা |
তৃতীয় | অটোমোটিভ সেক্টরের ব্যবহৃত টুলস্ অ্যান্ড ইন্সট্রুমেন্টস |
চতুর্থ | হ্যাক সয়িং পদ্ধতি |
পঞ্চম | চিপিং পদ্ধতি |
ষষ্ঠ | ফাইলিং প্রক্রিয়া |
সপ্তম | ধাতব শিটের সিমিং পদ্ধতি |
অষ্টম | সোল্ডারিং প্রক্রিয়া |
নবম | ড্রিলিং পদ্ধতি |
দশম | রিভেটিং |
একাদশ | বিভিন্ন প্রকার যন্ত্রাংশের ধাতুর পরিচিতি |
দ্বাদশ | অটোমোটিভ ক্ষেত্রে নাট, বোল্ট ও স্ক্রু-এর ব্যবহার |
ত্রয়োদশ | ফ্র্যাপিং পদ্ধতি |
চতুর্দশ | ইঞ্জিন গ্যাসকেট |
পঞ্চদশ | ইঞ্জিন বিয়ারিংয়ের ব্যবহার |
ষড়দশ | অটোমোবাইলের (গাড়ির) বিভিন্ন অংশসমূহ |
সপ্তদশ | ইঞ্জিন ও ইঞ্জিনের শ্রেণিবিভাগ |
অষ্টদশ | ইঞ্জিনের যন্ত্রাংশ |
ঊনবিংশ | ইঞ্জিনের কার্যপ্রণালি |
বিংশ | ইঞ্জিনের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত তথ্যসমূহ |
একবিংশ | ইঞ্জিনের দহন প্রক্রিয়া |
দ্বাবিংশ | বেসিক ইলেকট্রিসিটি |
ত্রয়োবিংশ | অটোমোবাইল লুব্রিকেশন |
চতুর্বিংশ | ইলেকট্রোলাইটের ব্যবহার |
পঞ্চবিংশ | স্টোরেজ ব্যাটারি |
ষড়বিংশ | অটোমোবাইলের রক্ষণাবেক্ষণ |
সপ্তবিংশ | ই.এফ.আই ইঞ্জিন |
অষ্টবিংশ | বিদ্যুতচালিত যানবাহন |
ব্যবহারিক |
দ্বিতীয় পত্ৰ
অধ্যায় | শিরোনাম |
প্রথম | অটোমোটিভ এর ওয়েল্ডিং |
দ্বিতীয় | গ্যাস ওয়েল্ডিং |
তৃতীয় | অটোমোটিভ এর ব্ৰেজিং |
চতুর্থ | ফ্রন্ট এন্ড বা স্টিয়ারিং জিওমেট্রি |
পঞ্চম | স্পার্ক প্লাগ |
ষষ্ঠ | অটোমোটিভ বিদ্যুৎ ব্যবস্থা |
সপ্তম | ইগনিশন সিস্টেম |
অষ্টম | ইগনিশন কয়েল |
নবম | ডিস্ট্রিবিউটরের কার্যপদ্ধতি |
দশম | ইগনিশন টাইমিং |
একাদশ | ক্র্যাংকিং মোটর/সেলফ স্টার্টার |
দ্বাদশ | অটোমোটিভ এর জেনারেটর |
ত্রয়োদশ | জেনারেটরের আউটপুট কন্ট্রোল |
চতুর্দশ | এসি ফুয়েল পাম্প |
পঞ্চদশ | অটোমোটিভ এর কার্বুরেটর |
ষড়দশ | অটোমোটিভ এর কারবুরেশন |
সপ্তদশ | কার্বুরেটর সার্কিটস্ |
অষ্টদশ | ইঞ্জিন এয়ার ইনটেক সিস্টেম |
ঊনবিংশ | ইঞ্জিন দহন ক্রিয়া |
বিংশ | ইঞ্জিনের এগজস্ট সিস্টেম |
একবিংশ | এসআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম |
দ্বাবিংশ | হাই প্রেসার ফুয়েল পাম্প |
ত্রয়োবিংশ | গভর্নরের কার্যপ্রণালি |
চতুর্বিংশ | ডিপিএ পাম্প |
পঞ্চবিংশ | ইনজেকটর বা অ্যাটোমাইজার |
ষড়বিংশ | টিউব ফ্ল্যায়ারিং পদ্ধতি |
সপ্তবিংশ | এসি (এয়ারকন্ডিশন) পদ্ধতি |
অষ্টবিংশ | মোটর বাইক |
ব্যবহারিক |
আরও দেখুনঃ
2 thoughts on “অটোমোটিভ ১ এসএসসি ও দাখিল, ভোকেশনাল, বাবাশিবো সূচি”