আজকে আমাদের আলোচনার বিষয় -অটোমোটিভ সেক্টরের ব্যবহৃত টুলস্ অ্যান্ড ইন্সট্রুমেন্টস
অটোমোটিভ সেক্টরের ব্যবহৃত টুলস্ অ্যান্ড ইন্সট্রুমেন্টস
Tools and Instrument used in Automotive Sector
অটোমোটিভ সেক্টরে ব্যবহৃত টুলস্ (Tools and Instrument Used in Automotiv Sector):
অটোমোটিভ কর্মশালায়ও একটি সাধারণ ফিটিং কর্মশালার ন্যায় সাধারণ হ্যান্ড টুলসসমূহ থাকার আবশ্যকীয়তা রয়েছে। যেমন- এ কর্মশালায়ও বিভিন্ন সাইজ ও প্রকারভেদের হাতুড়ি, রেঞ্চ, স্ক্রু-ড্রাইভার, প্লায়ার্স, ডিজেল, রিপ, ফাইল, ট্যাপ, ভাই, রিমার, হ্যাকস, পাইপ রেঞ্চ, ড্রিল মেশিন, সোল্ডারিং আয়রন, ইন্সাইড ও আউট সাইড ক্যালিপারস সাধারণ টুলসমূহ থাকবেই, উপরন্তু নিচের বিশেষ ধরনের কিছু হ্যান্ড টুলসসমূহও বিশেষ বিশেষ কাজের জন্য অটোমোটিভ শপে ব্যবহৃত হয়ে আসছে—
- টর্ক রেঞ্চ
- সকেট রেঞ্চ
- অ্যালেন কী সেট
- মেলেট/প্লাস্টিক হ্যামার
- ড্রিফ্ট পাঞ্চ
- ভাইস গ্রিপ প্ল্যায়ার্স
- স্লিপ জয়েন্ট প্ল্যায়ার্স
- লক রিং/সার্রিপ প্ল্যায়ার্স
- ভালভ স্প্রিং কম্প্রেসার
- পিস্টন-রিং কম্প্রেসার
- পুলি পুলার
- ফিলার গেজ

অটোমোটিভ সেক্টরে টুলস্-এর প্রকারভেদ :
(Types of Tools and Instrument used in Automotiv Sector) একজন অটোমোটিভ মেকানিক্সকে অটোমোটিভ সেক্টরের কাজসমূহ দক্ষতার সাথে সম্পন্নকরনের নিমিত্তে উক্ত ট্রেডের টুলসমূহের ব্যবহার জানতে হয় । এ টুলসমূহকে প্রধানত ২টি ভাগে ভাগ করা যায় :
অটোমোটিভ সেক্টরের ব্যবহৃত টুলস অ্যান্ড ইন্সট্রুমেন্টস হ্যান্ড টুলস বা হস্তচালিত হয়:
এ জাতীয় টুলস্ সম্পূর্ণভাবে নিজের হাতের ও শরীরের শক্তি যারা পরিচালনা করতে হয়। লিভার- অ্যাকশানের সুবিধা ছাড়া শক্তি ব্যয়ের ক্ষেত্রে এ জাতীয় টুলস পরিচালনায় আর শক্তি- সাহায্য পাওয়া যায় না। উপরে বর্ণিত টুলসমূহ ছাড়াও এতে রয়েছে ।
ক. বিভিন্ন ধরনের ক্ল্যাম্প
১) সি ক্ল্যাম্প
২) লং ক্যাম্প
৩) পপ রিভিট
৪) নাইফ
৫) স্টিল ব্রাস
খ. কাটিং টুলস্ ও প্রাইভিং টুলস
১. হ্যাকস
২. চিজেল
৩. ফাইল বিভিন্ন ধরনের কাটিং টু
৪. জ্যাপার
৫. পাইপ কাটার
৬. খাইন্ডিং স্টোন
৭. ভাদৃত সিট ফাটার
৮. সাইড কাটিং প্লায়ার্স ফ্লু এক্সট্রাকটিং
গ. বিশেষ ধরনের কিছু হ্যান্ড টুলস :
ভু-এক্সট্রাকটর :
ভাঙা বোল্ট স্টাডের ভাঙা অংশ সিলিন্ডার হেড, সিলিন্ডার ব্লক বা অন্য কোনো ধাতুর বন্ধ হতে বের করতে ব্যবহার করা হয়। ফ্ল্যায়ারিং টুলস কপার ও স্টিলের টিউব অটোমোটিভ ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে ডিজেল ইঞ্জিন ফুয়েল সিস্টেমের স্টিল পাইপসমূহ এয়ার টাইট রাখার নিমিত্তে পাইপের প্রান্তে মেইল ও ফিমেইল ফ্ল্যায়ারিং করার প্রয়োজন পড়ে ।
এক্সেল স্ট্যান্ড/সাপোর্ট স্ট্যান্ড : গাড়িকে জ্যাক দ্বারা উত্তোলনপূর্বক জ্যাক স্বস্থানে রেখে এক্সেল স্ট্যান্ড নির্ধারিত স্থানে স্থাপন করে নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করে কাজ করা অত্যাবশক। পিস্টন রিং এক্সপাভার : পিস্টন হতে অয়েল ও কপ্রেশন রিংকে নিরাপদ ও যত্নের সঙ্গে খোলা বা পুনঃস্থাপনের জন্য এ রিং এক্সপান্ডার ব্যবহৃত হয়ে থাকে। এতে পিস্টন রিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না ।
২. মেজারিং বা পরিমাপক যন্ত্র ( Measuring Tools ) : সাধারণ মেজারিং টুলসমূহ যেমন স্টিল রুল, স্টিল টেপ, সেট- স্কয়ার, ট্রাইস্কয়ার, ড্রিল বিট-গেজ, চিজেলের কাটিং অ্যাঙ্গেল গেজ ছাড়াও নিচের মেজারিং টুলস অটো-ডিলেজ কর্মশালায় বিশেষ বিশেষ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়ে থাকে ।
ক. ইনসাইড ক্যালিপার : এটি স্টিলবুল, ভার্নিয়ার ক্যালিপার, আউট সাইড মাইক্রোমিটারের সাহায্য নিয়ে সিলিন্ডার, সিলিন্ড্রিক্যাল বস্তুর ভিতরে/অভ্যন্তরে ব্যাস পরিমাপ করতে সাহায্যকারী পরিমাপ যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ।
খ. আউট সাইড ক্যালিপার এটির সাহায্যে কোনো গোলাকার বস্তুর ব্যাস, ক্র্যাংক শ্যাফ্ট ও ক্যাম শ্যাফটের জার্নালের ব্যাস পরিমাপ করতে সাহায্যকারী পরিমাপ যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়।
অটোমোটিভ সেক্টরের ব্যবহৃত টুলস্ অ্যান্ড ইন্সট্রুমেন্টস
গ. আউটসাইড মাইক্রোমিটার সরাসরি ক্র্যাংক শ্যাফ্ট, ক্যাম শ্যাফটের জার্নালের ব্যাস পরিমাণ পূর্বক ক্ষয়ের পরিমাণ নির্ধারণ করা যায়। এটি দ্বারা এক মিলিমিটারের এক শত ভাগের এক ভাগ অর্থাৎ ০.০১ মি.মি. সূক্ষ্মতার পরিমাপ পর্যন্ত গ্রহণ করা সম্ভব ।
ঘ. ইনসাইড মাইক্রোমিটার : এটি দ্বারা ০.০১ মি. মি. সুক্ষ্মতা পর্যন্ত সিলিন্ডার/সিলিন্ড্রিক্যাল বস্তু ভিতরে/অভ্যন্তরে ব্যাস মাপা যায় । বিশেষ করে সিলিন্ডারের ক্ষয় পরিমাপকরণের জন্য এটি বিশেষভাবে ব্যবহৃত হয়।
ঙ. ডায়াল পেজ/ডায়াল ইন্ডিকেটর : সিলিন্ডারের আউট-অব- রাউন্ড/টেপারের ন্যায় ক্ষয়ের পরিমাণ এটা দ্বারা সূক্ষ্মতার সঙ্গে পরিমাপ করা যায় । এটি ছাড়াও ডি-ব্লকের ক্ষয় নিরূপণ করা যায়।
চ. ফিলার গেজ : এটি ইঞ্জিনের ট্যাপেট ক্লিয়ারেন্স স্পার্ক প্লাগের গ্যাপ পরিমাপকরণের নিমিত্তে অটো পেট্রোল শপে ব্যবহৃত একটা বহুল প্রচলিত পরিমাপ পেজ ।
ছ. টেলিস্কোপিং গেজ : এটি স্বল্প ব্যাস বিশিষ্ট কোনো ছিদ্রের/সিলিন্ড্রিক্যাল জাতীয় বস্তুর ভিতরের ব্যাস পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এটিকে ছিদ্রের ভিতর প্রবেশ করে আঁটসাঁট অবস্থায় অ্যাডজাস্ট করে, তারপর বের করে এনে, আউট সাইড মাইক্রোমিটারের সাহায্যে এর অন্তঃব্যাস মাপা যায় ।
জ. ভার্নিয়ার ক্যালিপার : বৃত্তকার বস্তুর সরাসরি ব্যাস ছাড়াও আউট সাইড ও ইনসাইড ক্যালিপারের সাহায্যকারী হিসেবে। সিলিন্ডার বোর ও ক্র্যাংক পিনের ক্ষয় নিরূপনে সাহায্য করে।
ঝ. সারফেজ গেজ : এটি কোনো সমতলের ক্ষয়, ট্যাপার, বেন্ড হয়ে যাওয়ার পরিমাপ নিরূপণের জন্য ব্যবহৃত হয়ে থাকে।
অটোমোটিভ সেক্টরের শক্তিচালিত টুলস :
নিচে অটোমোটিভ সেক্টরের বহুল ব্যবহৃত কিছু শক্তি চালিত টুলস্ ও যন্ত্রপাতির নাম ও ব্যবহার ক্ষেত্রের উল্লেখ করা হলো :
ক. বৈদ্যুতিক হ্যান্ডড্রিল : এটি একটি শক্তিচালিত বেসিক হ্যান্ড ড্রিল হলেও গাড়ির বডি বিল্ডিং ও মেরামত কাজে এর ব্যবহার পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে। এটি ছাড়া স্ক্রু-স্ট্রাকটর দ্বারা ভেঙ্গে যাওয়া বোল্ড/স্টাড বেরকরণের পূর্বে এটি ব্যবহার করে ভাঙা বোল্ড/ স্ট্যাডের কেন্দ্রে ছিদ্র করার কাজে ব্যবহার করতে হয়।
খ.হাইড্রোলিক জ্যাক/মোবাইল জ্যাক : অটোডিত্তোল শপের জন্য অত্যাবশ্যকীয় হাইড্রোলিক শক্তি দ্বারা চালিত ইক্যুইপমেন্ট। এটি প্রধানত দুইপ্রকার ।
মোবাইল জ্যাক– এটি আকারে ছোট এবং গাড়িতে ব্যবহৃত অত্যাবশ্যকীয় টুলস। এটি ওয়ার্কশপ বা রাস্তায় গাড়ি উত্তোলনপূর্বক মেরামত, টায়ার পরিবর্তনকালে ব্যবহৃত হয়ে থাকে ।
ওয়ার্কশপ জ্যাক : বিভিন্ন ক্ষমতাসম্পন্ন একাধিক ওয়ার্কশপ জ্যাক একটি অটোমোটিভ ওয়ার্কশপে থাকে। ছোট-বড় সবজাতীয় গাড়ি কর্মশালার মেঝে থেকে কিছুটা উপরে তুলে এতে কাজ করার জন্য সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে।
গ. হাইড্রোলিক ক্রেন/গ্যারেজ ক্রেন : অটোমোটিভ কর্মশালায় এ জাতীয় ক্রেনের গুরত্বপূর্ণ ব্যবহার রয়েছে। বিশেষ করে ইঞ্জিন অটোমোটিভ সেক্টরের ব্যবহৃত টুলস্ অ্যান্ড ইন্সট্রুমেন্টস ক্রেনের ব্যবহার কম্পার্টমেন্ট হতে ইঞ্জিন উত্তোলনপূর্বক ইঞ্জিন স্ট্যান্ডে বাঁধা বা ওয়ার্কিং টেবিলের স্থাপন করার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে । এ ছাড়া ওয়ার্কশপ মেঝেতে কোনো ভারী বস্তুকে স্থানান্তর করতে এটি ব্যবহার করা হয়।
ঘ. গাড়ি উত্তোলন যন্ত্র / ভেহিক্যাল লিফট : হাইড্রোলিক শক্তিতে পরিচালিত তিন টন ক্ষমতা হতে ১৬ টন ক্ষমতা ব্যবহার সম্পন্ন উত্তোলন লিফট অটোমোটিভ কর্মশালায় ব্যবহৃত হয়ে থাকে। প্রকারভেদের ভিন্নতা থাকলেও এটি দ্বারা গাড়ি উপরে তুলে সার্ভিসিং, মেরামত ও অ্যাডজাস্টমেন্টের কাজসমূহ সহজে ও নির্ভয়ে করা যায় । এ ছাড়াও গাড়ির ওয়েন্ডিং গ্রিজিং স্টিয়ারিং ও ব্রেকের কার্যকারিতা এ লিফটে উত্তোলনপূর্বক সহজে করা যায় ।
ঙ. হাইড্রোলিক প্রেস এটির সাহায্যে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে কাজ সম্পন্ন করা হয়। অত্যাধিক চাপে কোনো জিনিসের সার্ভিসিং সংযোজন বা বিয়োজন করা হয়। এ ছাড়াও এটি দ্বারা কোনো শ্যাফটের/বস্তুর/টেনসাইল স্ট্রেস্থ পরীক্ষা করা হয় । হাইড্রোলিক লিফটে উত্তোলন হাইড্রোলিক প্রেস এ মেশিনসমূহ ইঞ্জিন ও গাড়ি মেরামত ও রিকন্ডিশনিং কাজে বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে । নিম্নে এগুলোর তালিকা প্রদান করা হলো :
- ১. এয়ার কম্প্রেসার, ২. ব্যাটারি চার্জার, ৩. ব্রেকড্ৰাম লেদ, ৫. লেদ মেশিন ৪. গ্রাইন্ডিং মেশিন ৬. হুইল ব্যালেন্সিং মেশিন ৭. ড্রিলিং মেশিন ৮. সিলিন্ডার বোরিং মেশিন ৯. সিলিন্ডার হোনিং মেশিন ১১. টায়ার চেঞ্জার ১৩. ব্রেক ডায়ানামোমিটার ১০. সিলিন্ডার হেড ও ব্লক সারফেজ প্রাইভার ১২. কানেকটিং রড এলাইনার ১৪. ভলকানাইজিং সেট ১৫. ইঞ্জিন ডায়গোনোজার

অটোমোটিভ সেক্টরের টেস্টিং টুলস-ইনট্রুমেন্ট Automotive Sector Testing Instrument :
ইঞ্জিনের কার্যদক্ষতা সঠিক রাখতে এবং কোনোরূপ মারাত্মক গোলযোগ সৃষ্টির ফলে ইঞ্জিন পূর্ণাঙ্গভাবে অকেজো হয়ে পড়ার পূর্বেই উক্ত দোষত্রুটি নিরূপণ এবং সংশোধনের নিমিত্তে কিছু গুরুত্বপূর্ণ টেস্টিং ইক্যুইপমেন্ট ব্যবহৃত হয়ে থাকে।
তাদের নাম ও ব্যবহারের সংক্ষিপ্ত বিবরণ নিচে প্রদান করা হলো সিলিন্ডার কম্প্রেশন টেস্টার:
ক. সিলিন্ডার কম্প্রেশন টেস্টার : এটি স্পার্কপ্লাগ/ইনজেকটরের ছিদ্রপথে স্থাপন করে প্রত্যেকটি সিলিন্ডার কম্প্রেশন পরিমাপপূর্বক ইঞ্জিন রিকন্ডিশনিংয়ের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে ।
খ. টেকোমিটার/আরপিএম, মিটার : এটি প্রতি মিনিটে ইঞ্জিনের ঘূর্ণন গতি নির্দেশ করে। এটি যান্ত্রিক/বৈদ্যুতিক এ দুই জাতীয়ই হতে পারে । যান্ত্রিক সারাসরি শ্যাফটে ধরে এবং বৈদ্যুতিককে ইগনিশন সিস্টেমের সঙ্গে যুক্ত করে এ গতি পরিমাপ করা হয়।
গ. সিলিন্ডার লিকেজ টেস্টার এটি সিলিন্ডারের কম্প্রেশন কী পরিমাণে ও লিক করে, যে সংকেত প্রদান করে এবং লিকেজের পথ নির্ণয় করতে সাহায্য করে।
ঘ. স্ট্রোবোস্কোপিক লাইট এর অপর নাম ইগনিশন টাইমিং লাইট। এটি ফ্ল্যাশিং দ্বারা ইগনিশন অ্যাডভ্যান্সের ডিগ্রি নিরীক্ষণপূর্বক সুনির্দিষ্ট ডিগ্রিতে ডিস্ট্রিবিউটর সেট করতে সাহায্য করে ।
অটোমোটিভ সেক্টরের ব্যবহৃত টুলস্ অ্যান্ড ইন্সট্রুমেন্টস
ঙ. এগজস্ট গ্যাস এনালাইজার : এ এনালাইজার বায়ু দূষণ রোধ ও কার্বুরেটরকে ফাইন টিউনিং করণের নিমিত্তে ব্যবহার করা হয়। এটি দ্বারা এগজস্ট গ্যাসের কার্বন ডাই-অক্সাইড-এর মাত্রা নিরূপন করে তা নির্ধারিত মাত্রার মধ্যে রাখতে কার্বুরেটর যথার্থভাবে টিউনিং করতে সাহয্য করে।
চ. ভ্যাকুয়াম গেজ ইঞ্জিনের ইনটেক মেনিফোলেডর শূন্যতার পরিমাণ এটি দ্বারা পরিমাপ করা যায় । শূন্য মাত্রায় নিচে নেমে ইঞ্জিনের কর্মক্ষমতা হারানোর দিক নির্দেশ করে ।
ছ. কুলিং সিস্টেমের লিকেজ টেস্টার : রেডিয়েটর ক্যাপের সাথে একে সংযুক্ত করে পাম্প করার ন্যায় সিস্টেমের কুলেন্টকে পাম্প করলে কোথাও লিক থাকলে তা সহজে শনাক্ত করা যায় ।
অটোমোটিভ সেক্টরের বিশেষ টুলসমূহের নাম :
এ ছাড়ও অটোমোটিভ-কর্মশালায় আরও কিছু টেস্টিং মেশিন ও ইক্যুইপমেন্ট ব্যবহৃত হয়ে থাকে নিচে এ জাতীয় কিছু প্রধান টেস্টিং মেশিন ও ইক্যুইপমেন্টের নাম প্রদত্ত হলো :
১. হাইড্রোমিটার
২. স্পার্ক প্লাগ-টেস্টার
৩. ব্যাটারি সেল টেস্টার
৪. ডিস্ট্রিবিউটর টেস্টার
৫. অ্যামিটার, ভোল্টমিটার, অ্যাডোমিটার
৬. গ্রাউলার টেস্টার
৭. ইলেকট্রোচেক জেনাররেটর, অল্টারনেটর, ক্র্যাংকিং মোটর ও কাট আউট টেস্টার)
৮. ডিজেল ফুয়েল পাম্প ফেইজিং ও ক্যালিব্রেশন মেশিন
৯. হেড লাইট বিম টেস্টার/এলাইমেন্ট
১০. ইনজেক্টর টেস্টার
১১. বেল্ট টেনসন টেস্টার
১২. ইগনেশন কয়েল টেস্টার
১৩. ইঞ্জিন ডায়াগোনালাইজার (ইঞ্জিনের কম্প্রেশনসহ বিভিন্ন যন্ত্রাংশের দোষত্রুটি শনাক্ত করা হয়
১৪. স্প্রিং টেনসন টেস্টার
১৫. থার্মোস্ট্যাট টেস্টার
১৬.কন্ডেনসার টেস্টার

প্রশ্নমালা-৩
অতি সংক্ষিপ্ত প্রশ্ন :
১. কোনো টিউব অটোমোটিভের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে?
২. রিং ইক্সপান্ডার ব্যবহার করা হয় কেন ?
৩. ফিলার গেজ কী ?
৪. মোবাইল জ্যাক কী?
৫. গাড়ি উত্তোলন যন্ত্র কী কী ?
৬. টেলিস্কোপিং গেজের কাজ কী ?
৭. স্ট্রোবোস্কোপিং লাইট কী?
৮. কিসের সাহায্যে ভাল্ভস্টেম বা কোন শ্যাফটের ক্ষয় নিরূপণ করা যায় ?
সংক্ষিপ্ত প্রশ্ন :
১. অটোমোটিভ কর্মশালায় ব্যবহৃত টুলসগুলোর নাম লেখ ।
২. অটোমোটিভ কর্মশালায় টুলস-এর প্রকারভেদগুলো লেখ ।
৩. হ্যান্ড টুলস বলতে কী বোঝায় ?
৪. কাটিং টুলস বলতে কী বোঝায় ? ৫. এক্সেল স্ট্যান্ডের কাজ কী?
৬. অটোমোটিভ টেস্টিং ইনস্ট্রুমেন্ট বলতে কী বোঝায় ?
৭. অটোমোটিভ ওয়ার্কশপে ব্যবহৃত হস্তচালিত টুলস কত প্রকার ও কী কী ?
৮. কুলিং সিস্টেমের লিকেজ টেস্টার বলতে কী বোঝায় ?
৯. ফ্ল্যায়ারিং টুলস বলতে কী বোঝায় ?
১০. মেজারিং বা পরিমাপক যন্ত্রের বর্ণনা কর ।
রচনামূলক প্রশ্ন :
১. অটোমোটিভ কৰ্মশালায় ব্যবহৃত টুলসের বিস্তারিত আলোচনা কর ।
২. আউট ও ইনসাইড মাইক্রোমিটার সম্পর্কে বিস্তারিত লেখ ।
৩. অটোমোটিভ কর্মশালায় শক্তিচালিত টুলস সম্পর্কে বিস্তারিত আলোচনা কর ।
৪. হ্যাকস ব্লেডের প্রকারভেদ আলোচনা কর ।
আরও দেখুন :